বাড়িতে ছোট অনুষ্ঠান থাকলেই দোকান থেকে বিরিয়ানি অর্ডার করেন অনেকেই। এমনকী পরিবারকে নিয়ে বাইরে নৈশভোজের ইচ্ছে থাকলেও প্রথম পছন্দ থাকে সেই বিরিয়ানি। তবে এবার একের পর এক দোকানে বিরিয়ানি তৈরি হচ্ছে ক্ষতিকর মশলা দিয়🙈ে বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে ব্যবহার 𒆙করা হচ্ছে পচা মাংসও বলে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করল কোচবিহারের স্বাস্থ্য দফতর ও পুরসভা। এই অভিযোগ পেয়ে আজ অভিযান চালাল পুরসভা। তার জেরে বন্ধও করে দেওয়া হল বিরিয়ানির একাধিক দোকান।
এদিকে আজ, ౠসোমবার কোচবিহারের দিনহাটায় অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য একাধিক বিরিয়ানির দোকান বন্ধ করে দিল পুরসভা ও স্বাস্থ্যদফতর। বারবার অভিযোগ উঠছিল, দিনহাটার আনাচে কানাচে গজিয়ে উঠছে বিরিয়ানির দোকান। তাদের ট্রেড লাইসেন্স নিয়ে প্রশ্ন আগেই ছিল। এবার খাবারের মান নিয়েও বিস্তর অভিযোগ উঠল। এই অভিযোগ খতিয়ে দেখতে আজ অভিযান চালান দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল এবং অন্যান্য কাউন্সিলর ও অফিসাররা। অভিযানে নামতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য়।
আরও পড়ুন: ‘আরামবাগ কেন্দ্রে ভোটে কারচুপি করা হয়েছে’, এক্স🤪 হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
অন্যদিকে বহুদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে বিরিয়ানি। আর সেখানে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর মশলা ও পচা মাংস বলে অভিযোগ। দিনহাটা শহরের কয়েকটি বিরিয়ানির দোকানে এবং কারখানায় অভিযꦯান চালানো হয়। এক দোকানে মেলে পচা মাংস। তা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় পর পর কয়েকটি দোকান। কোচবিহারের দিনহাটায় একটি দোকানে লক্ষ্য করা যায়, সেপটিক ট্যাঙ্কের পাশে বিরিয়ানির রান্না ঘর। সেই কারখানাও বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী বলেন, ‘বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বিরিয়ানির দোকান নিয়ে। আজ অভিযান চালিয়ে ওই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।’