মঙ্গলবার সংসদের নতুন স্থায়ী কমিটি ঘোষণা হয়েছে। তাতে সংসদে তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও একটিও চেয়ারম্যান পদ পায়নি 🌊তৃণমূল কংগ্রেস। তাই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। তীব্র সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শুধু তৃণমূল কংগ্রেস নয় সংসদে প্রধান বিরোধী দল কংগ্রেসকেউ দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির চেয়ারম্যান থেকে বাদ দিয়েছে বিজেপি। আর এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বদলার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা। পাল্টা বিজেপি এনিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে।
সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে 🌳বিপাকে রেল, অপরিচ্ছন্নতা–পানীয় জলের 🌌অভাব
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এটিকে ‘ঘৃণ্য রাজনীতি’ বলে মন্তব্য করেছেন। যদিও তৃণমূলের বদলা রাজনীতির অভিযোগ মানতে চাননি বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি বলেন, ‘যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের মুখে তা একেবারেই মানায় না। কারণ তা🍌রা নিজেরাই কিছু মানে না। ওরাই পবিত্র বিধানসভার ইতিহাসকে নষ্ট করেছে। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান পদ বিরোধী দলের পাওয়ার কথা। কিন্তু সেখানে নিজেদের লোককে কমিটির চেয়ারম্যান করেছে।’ তার সংযোজন, ‘সংসদের কমিটিতে তৃণমূল সাংসদকে সরিয়ে কোনও দলবদলু সাংসদকে বসানো হয়নি। বিজেপির সাংসদকে বসানো হয়েছে। যারা সংবিধান মানেনা তাদের মুখে এ কথা মানায় না।’ বিজেপির আরও এক বিধায়ক একইসুরে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ওরা আসলে নিজেরাই বাংলাতে নির্মম সরকার চালাচ্ছে।’