গরম এই বছর বেশ ভালই পড়েছে। তীব্র দাবদাহে মানুষের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। কবে বর্ষা আসবে? সেই প্রহর গুণছে বাংলার মানুষজন। এই আবহে এবার পানীয় জলের সংকট দেখা দিল কুলটিতে। পানীয় জলের ღদাবিতে কুলটির বাসিন্দাদের নিয়ে পথ অবরোধ করে বসলেন 💞কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তবে তাঁর সঙ্গে কোনও ঝান্ডা বা ব্যানার ছিল না। এই পথ অবরোধের জেরে আসানসোল বরাকর জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। নিয়মিত পানীয় জলের পরিষেবা মিলছে না কুলটিবাসীর বলে অভিযোগ। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর পানীয় জলের সংকট আরও বেড়েছে।
এদিকে রাস্তায় ব্যারিকেড করে গাছের ডাল ফেলে বিক্ষোভ চলতে থাকে। কুলটি এলাকায় লোকসভা নির্বাচনের আগে অনেকগুলি জলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের গাড়ি পাঠানো হতো। কিন্তু নির্বাচনের পর সেটা কমে গিয়েছে। আগ এলাকার টাইমকলগুলিতে প্রায় একঘণ্টা জল থাকত। এখন ২০ কুড়ি মিনিট জল পাওয়া যায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই কুলটি বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা পিছিয়ে ছিলেন ১৫ হাজার ভোটে। এমন অভিযোগ ওঠায় সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। কারণ এখানের বিজেপি বিধায়ক অজয় পোদ্দার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তোলায় পরিবেশ তপ্ত হয়েছে।
আরও পড়ুন: ‘আগলিবার কৌন বাঁচায়েগা’, বেল๊ঘরিয়া শুটআউটের পর ব্যবসায়ীকে হুমকি ﷽ফোন গ্যাংস্টারের
অন্যদিকে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পর জলের সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। আগে কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পৌরনিগমের ৬৬ নম্বর ও🐻 ১০৩ নম্বর ওয়ার্ডে একই অভিযোগ তুলে পথ অবরোধ করার ঘটনা ঘটেছিল। এবার সার্বিকভাবে কুলটি জুড়ে জল সংকটের অভিযোগ তুলছেন বিধায়ক। বিধায়কের অভিযোগ, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও পুরনিগম থেকে সেখানে জল আসে না। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে তবুও জল প্রকল্পের পরিকাঠামো এখনও তৈরি হয়নি। এই বিষয়ে বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, ‘জলই জীবন। সেখানে মানুষ জল পাচ্ছেন না। মানুষের জন্য রাস্তায় বসতে হয়েছে। এই বিক্ষোভ কোনও রাজনৈতিক দলের নয়।’