তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাজ্য ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ে♏র বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নদিয়ার রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিন𝓡ি বলেন, উনি গত ২ দিন ধরে বিজেপির সঙ্গে কী কী করেছেন সব আমার ফোনে রয়েছে।
আরও পড়ুন: কবে ইন্টারভ🐻িউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচারদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘উনি ঠগী পিসির নাম যতবার খুশি বলুন, কিন্তু বিজেপির নাম যেন মুখে না নেন। ওনাকে♕ বিজেপি নেবে না। ওই চোর পরিবারের কাউকে বিজেপি নেবে না। বিজেপি তার কর্মীদের আবেগ বোঝে। আর উনি যদি আরেকবার বিজেপির নাম মুখে নেন, তাহলে উনি গত ২ দিন ধরে বিজেপির সঙ🎃্গে কী কী করেছেন সব আমার এই ফোনে রয়েছে। আমি আগামিকাল সব ফাঁস করে দেব।’
বুধবার সকালে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠেন মমতার ভাই বাবুন। বলেন, হাওড়া কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তাঁর পছন্দ নয়। সেখানে অনেক যোগ্য প্রার্থী ছিল। তাই হাওড়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াবেন তিনি। তবে তাঁর বিজেপিতে যোগদানের কোনও সম্ভাবন🐻া নেই বলে জানান বাবুনবাবু। সঙ্গে তিনি জানান, বর্তমানে তিনি এক দাদার চিকিৎসার জন্য দিল্লিতে রয়েছেন।
আরও পড়ুন: শিশুকন্যার যৌনাঙ্গ স্পর্শকে কেন্দ্র করে দুই পর🉐িবারের হাতাহাতি, খুন ব্🦋যক্তি
পালটা শিলিগুড়ি থেকে মমতা ব🐬ন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড় হয়ে গেলে অনেকের লোভ বেড়ে যায়। আমার পরিবার ওর সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করল। ওকে আর আমার ভাই বলে পরিচয় দেবেন না।’
দিদি ত্যাজ্য করেছেন শুনেই সুর বদল করেন বাবুন। বলেন, ‘দিদি যা বলেছে আমার কাছে তা আশীর্বাদ। আমি ফির🔜ে গিয়ে দিদির সঙ্গে দেখা করে সব মিটিয়ে নেব। আমি আর ভোটে দাঁড়াচ্ছি না।’ বুধবার দুপুরে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘তাঁর বিজেপিতে যোগদানের খবর আসলে গুজব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর সঙ্গে থাকবেন তিনি।’