কলকাতা হাই কোর্টের নির্দেশে নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে গতকাল নতুন করে বোর্ড গঠন করা হয়েছিল। আর তাতেই দেখা মিলল চমকের। গত পঞ্চায়েত নির্বাচনের আগে আগে বহু সমবায় ভোটে রাম-বাম জোট দেখা গিয়েছিল। যা নিয়ে চরম অস্বস্ততিতে পড়েছিল সিপিএম। রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব দলীয় কর্মীদের এই নিয়ে চপম হুঁশিয়ারিও দিয়েছিল। তবে নন্দকুমারে পঞ্চায়েত বোর্ড গঠনে ফের একবার দেখা গেল রাম-বাম জোট। উল্লেখ্য, নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩। এই গ্রাম পঞ্চায়েতের ফলাফল ত্রিশঙ্কু ছিল। তবে অগস্টে এখানে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। পরে আদালতে এই নিয়ে মামলা হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৬ সপ্তাহের মধ্যে পুনরায় এখানে বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই গতকাল নতুন করে বোর্ড গঠন হয় এখানে। (আরও পড়ুন: হলফনামা পেশে গড়িমসি, '...জরিমানা দিতে꧙ হবে', রাজ্য সরকাℱরকে ‘ধমক’ হাই কোর্টের)