Jalpaiguri Blast: তিস্তায় ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে বিস্ফোরণ, মৃত ১, আহত ৫, কী ছিল তাতে? Updated: 05 Oct 2023, 10:12 PM IST Satyen Pal Share তিস্তায় ভেসে এসেছিল বাক্সটা। খুলতেই বিস্ফোরণ জলপাইগুড়িতে। 1/5তিস্তায় ভেসে আসা বাক্স খুলতেই বিরাট বিস্ফোরণ। মৃত্যু এক ব্যক্তির। আহত আরও অন্তত ৫জনের। আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কী ছিল বাক্সে? ভারতীয় সেনা সিকিমে উদ্ধারকাজে।(ANI Photo) (PTI) 2/5স্থানীয় সূত্রে খবর, সিকিমে হড়পা বানের পরে বহু সামগ্রী ভাসছে তিস্তায়। বস্তা, গাড়ির একাংশ, কাঠের আসবাবপত্র তিস্তার স্রোতে ভেসে আসছে। এদিকে প্রতিবারই বর্ষার সময় তিস্তার জলে ভেসে আসা কাঠ কুড়নোর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়েন।( ভারতীয় সেনার ট্রাক সিকিমে) India Army/Handout via REUTERS (PTI) 3/5বহু ক্ষেত্রে দেখা যায় দড়ি দিয়ে কাঠ আটকে পাড়ে তোলা হয়। তবে সিকিমের বিপর্যয়ের পরে একাধিক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলা বারুদ ভেসে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেকারণে নদীতে নেমে কিছু না কুড়োনর জন্য বার বার পুলিশ ঘোষণা করেছে। কিন্তু তারপরেও সতর্ক হচ্ছেন না অনেকেই। India Army/Handout via REUTERS (PTI) 4/5স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির ক্রান্তিতে অনেকেই তিস্তায় ভেসে আসা সামগ্রী পাড়ে তুলছিলেন। এক ব্যক্তি একটা বাক্স পান তিস্তা থেকে। সেটা তিনি বাড়িতে নিয়ে চলে যান। অনেকের মতে সেটা একটা বস্তার মতো ছিল। এদিকে সেটা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ। তার ভেতর কী আছে সেটা দেখার জন্য় মুখিয়ে ছিলেন অনেকজন। সেই সময়ই বিস্ফোরণ। মৃত্যু এক ব্যক্তির। জখম ৫জন। স্থানীয়দের দাবি সিসা জাতীয় ছিল বাক্সে। তাতেই বিস্ফোরণ হয়। তবে কি বিস্ফোরক ছিল বাক্সে? (Photo by Pankaj DHUNGEL / AFP) (PTI) 5/5সিকিমের পরিস্থিতি ভয়াবহ। ভেসে গিয়েছেন অনেকেই। একেবারে বিপর্যস্ত অবস্থা। (AP/PTI) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি