আবাসের কাটমানি ফেরানো নিয়ে ধুন্ধুমার বাঁধল তৃণমূল প﷽রিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। টাকা ফেরত চেয়ে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করলেন স্থানীয়রা। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে গত ১ বছর ধরে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত প্রধান। অভিযোগ অস্বীকার করে প্রধানের দাবি, তৃণমূলের𓂃 একাংশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ওদিকে গণরোষ আছড়ে পড়তেই ওই প্রধানকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি তৃণমূলের।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্মীদের, চুঁচুড়া শহ꧙র ঢ🍸াকল অন্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম 𝓀নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে গত ১ বছর ধরে গ্রামবাসীদের কাছ থেকে ১০,৫০০ টাকা করে নিয়েছেন নুরি বেগম। এছাড়াও পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছেন তিনি। সম্প্রতি আবাসের সমীক্ষার পর তাঁর কাছে টাকা ফেরত চাইতে শুরু করেন স্থানীয়রা। লাগাতার চাপের মুখে অবশেষে টাকা ফে🅰রত দিতে রাজি হন তিনি। মঙ্গলবার পঞ্চায়েত দফতরে চলছিল টাকা ফেরতের প্রক্রিয়া। তখনই একদল গ্রামবাসী সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গাছের গুঁড়ি ফেলে শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভকারীদের অভিযোগ, কাটমানির বিষয়টি ধামাচাপা দিতে যত লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন তার অর্ধেক লোককে টাকা ফেরত দিয়েছেন নুরি বেগম। বাকিদেরও টাকা ফেরত দিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
অভিযুক্ত নুর🍸ি বেগমের দাবি, ‘আমি কোনও দুর্নীতিতে যুক্ত না। আমি কারও কাছ থেকে টাকা নিইনি। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি।’ট
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, সমস্যা আরও অনেক, মমতার সঙ্গে দেখা করতে নবান্নে হাজির সমি♏রুল!
ইসলামপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি কামালউদ্দিন বলেন, ‘আমরা কাউকে কাটমানি নিতে দেখিনি। কিন্✃তু নুরি বেগমের বিরুদ্ধে অনেক অভিযোগ আসায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
স্🎶থানীয় বিজেপি নেতা সুরজিৎ সেন বলেন, ‘আবার প্রমাণিত হল তৃণমূল মানেই দুর্নীতি। এরা শুধু লুটে পুটে খেতে জানে।’