বর্ধমান মেডিক্💦যাল কলেজ ও হাসপাতালের করোনা ওয়ার্ডে আগ্নিকাণ্ডে ১ রোগীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্তকমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার কাকভোরে হাসপাতালের রাধারানি ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান, মশা মারার ধূপ থেকে আগুনের সূত্রপাত।
শনিবার ভোর ৪টে নাগাদ বর্ধমান মেডিক্যালের করোনা ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগু🙈ন দেখা যায়। আগুন লাগে একটি বেডে। আগুনে সন্ধ্যা মণ্ডল নামে এক রোগীর মৃত্যু হয়। বাকি রোগীদের দ্রুত বার করে আনের হাসপাতালের কর্মী ও পরিবা🍷রের সদস্যরা।
কিন্তু কী করে লা♊গল আগুন। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, রাতে মশার উপদ্রব থেকে বাঁচতে বেডের পাশে মশা মারার ধূপ জ্বালিয়ে রাখেন অনেক রোগী। তেমনই কোনও জ্বলন্ত ধূপ থেকে আগুনের সূত্রপাত।
এদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্লক পরিদর্শন করেন হাসপাতালের সুপার ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। এর পিছনে কোনও নাশকতা রয়েছে কি না তাও জানার চেষ্টা চলছে। ঘটনার෴ তদন্তে ৫ সদস্যের কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবারের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে নি🐬র্দেশ দেওয়া হয়েছে।