আচমকাই বোমা বিস্ফোরণে কেঁপে উঠল হালিশহর পুরসভার কোনা মোড় জগন্নাথ ঘাট এলাকা। সেই সময় ওই এলাকায় ক্রিকেট খেলছিল কয়েকজন শিশু। বোমার আঘাত ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।এদিন বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে তাঁরা দেখেন গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন পড়ে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। জখম অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকেই সুমিত সিং নামে ১৯ বছরের এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এই বিস্ফোরণের পর অনেকেই এখন নিখোঁজ। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে, সেবিষয়ে পুলিশ এখনই কিছু বলতে পারছে না। তবে জানা গিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে আড়াই ফুটের বেশি গর্ত হয়েছে। বিস্ফোরণের পর কয়েক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ শর্মা, ডিসি নর্থ শ্রীহরি পাণ্ডে। পুলিশের অনুমান, গঙ্গার পাড়ে টিনের ছাউনির মধ্যে বোমা মজুত ছিল। যেকোনও কারণেই হোক বোমা ফেটে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একবার নয়, তিন বার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ঘটনাস্থল। স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃতীদের দৌড়াত্মের অভিযোগ করে আসছিলেন। বোমা বিস্ফোরণের পর আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কীভাবে এই বোমা বিস্ফোরণ হল, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।