সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু হল ২ বাংলাদেশি পাচারকারীর। শনিবার মধ্🌊যরাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের কাছ থেকে টর্চ ও তার কাটার যন্ত্র উদ্ধার করেছেন BSF জওয়ানরা। দেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে।
BSF সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে সীমান্তের তারকাঁটার বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ২ ব্যক্তি। তাদের সতর্ক করলেও কর্ণপাত করেনি। 🍌এর পর গুলি চালাতে বাধ্য হন বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। গুলিতে ২ জনই ভারত ভূখণ্ডের মধ্যে লুটিয়ে পড়েন। এর পর তাদের উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করলে দেহ পুলিশক♏ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশি সূত্র থেকে জানা গিয়েছে, নিহতরা হলেন সাজেদুর রহমান (২৭), শরিয়তুল্লাহ (৩০)। তারা বাংলাদেশের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। মৃতরা যে অবৈধ উপায়ে সীমান্ত পার করেছিলেন তা স্বীকার করে নিয়েছেন চুয়াডাঙ্🦹গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
নিহতদের প্রতিবেশীরা জানিয়েছেন, নিহতরা গরু পাচারকারী🦋। সীমান্ত পেরিয়ে গরু আনতে ভারতে ঢুকেছিল তা𒆙রা।
BSF এর তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের প﷽র বিজিবির হাতে তুলে দেওয়া হবে। সেজন্য বিজিবি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা।