পঞ্চায়েত ভোটের আগে এবার ময়নাগুড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ময়নাগুড়ির নতুন বাজার থেকে এই বিস্ফোরক উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ব্যাটারি চালিত ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সালফার, কার্বাইড, দেশি পাইপ গান ও পকেট ডাইরি। এꦅই ঘটনায় শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এরসঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি অজয় সিং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ময়নাগুড়ি শহরের নতুন বাজার এলাকায় বিস্ফোরক পদ𒁃ার্থ হাত বদলের খবর পায় বিএসএফ। এরপর সেখানে অভিযান চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছাড়াই তার জন্য সাদা পো🉐শাকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই অভিযান চালানো হয়। দুপুর নাগাদ সেখান থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। তাতে এই পরিমাণ বিস্ফোরক পাওয়া যায়। ব্যাগের উপরে পালং শাক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তা সরাতেই বেরিয়ে আসে তিনটি ব্যাটারি চালিত আইইডি, দুটি দেশি ꩲপাইপ গান, ২০০ গ্রাম সালফার, ১৫০ গ্রাম কার্বাইড প্রভৃতি। উদ্ধার করার পর ব্যাগটি বিএসএফের চ্যাংরাবান্ধা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক পদার্থ ফরেন্সিকের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছ।
এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেএলও জঙ্গি সংগঠনের তরফে আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাই এই দিন উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি দিয়ে কোথাও বিস্ফোরণের উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা কর𓆏ছে পুলিশ। পাশাপাশি কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কে সেখানে ব্যাগটি রেখে গিয়েছিল তা জানতে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে পুলিশ।জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, বিএসএফ এই অভিযানের বিষয়ে পুলিশকে আগে কিছু জানায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।