এবার এক জ্যোতিষীর রহস্যমৃত্যুতে আলোড়ন ছড়িয়ে পড়ল। দক্ষিণ ২৪ পরগনার বজবজে জ্যোতিষীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। আর ওই জ্যোতিষীর নিজের ঘর থেকেই পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। আজ, শুক্রবার সকালে ওই জ্যোতিষীর বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরতে শুরু করে। যা প্রতিবেশী পে♏য়ে চমকে ওঠেন। এমন দুর্গন্ধ পেয়ে তাঁদের সন্দেহ হয়। আর এলাকার বাসিন্দারা বিষয়টি জানান বজবজ পুরসভার চেয়ারম্যানকে। তিনি কালবিলম্ব না করে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই জ্যোতিষীর ঘরের দরজা ভেঙে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, ওই মৃত জ্যোতিষীর নাম ত্রিদিব দাশগুপ্ত (৫৫)। তিনি বজবজ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এমএন ঘোষ রোডের বাসিন্দা। এই বাড়িতে জ্যোতিষী একাই থাকতেন। ত্রিদিববাবু জ্যোতিষ চর্চার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। এই জ্যোতিষ চর্চার কাজে মাঝেমধ্যেই বাইরে যেতেন ত্রিদিব দাশগুপ্ত। পুলিশ আজ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেখান থেকে রিপোর্ট এলেই❀ বোঝা যাবে এটা খুন না আত্মহত্যা। তবে এটা রহস্যমৃত্যু বলেই মনে করা হচ্ছে। কেমন করে জ্যোতিষীর মৃত্যু হল? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: মিছিল–সমাবেশে জারি নিষেধাজ্ঞা, অগ্নিগর্ভ ঢাকা, বাতিল ক🔯রা হয়েছে মৈত্রী এক্সপ্রেস
স্থানীয় সূত্রে খবর, জ্যোতিষী ত্রিদিব দাশগুপ্ত খুব হাসিখুশি মানুষ ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন। তবে সেটা খুব চিহ্নিত করেই। এলাকায় তাঁর একটা পরিচিতি ছিল। যার জন্যই ত্রিদিববাবু ২০১০ সালে পুরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। কিন্তু রাজ্য নেতৃত্বের সঙ্গে বিরাট ওঠাবসা বা দৈনন্দিন রাজনীতিতে জড়িয়ে পড়েননি ত্রিদিববাবু। সবার সঙ্গে কথা বলতেন। নিজের কাজ নিজেই করতেন। সারাদিনে বাড়ি থেকে বেশ কয়েকবার ঢুকতে–বেরতে দেখা যেত। যা ইদানিং কমে গিয়েছিল। তবুও তাতে খুব একটা সন্দেহ তৈরি হয়নি। বা🍌ড়িতে পুজো তিনি নিজেই করতেন।