পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন ২ জনে। আগ্নেয়াস্ত্রের কার্তুজ সহ ২ বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানা এলাকার প্রতাপনগর থেকে তাদের উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, অশোকনগর থানা এলাকার সেনডাঙার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর শনিবার রাতে কার্তুন বিক্রি করতে প্রতাপনগরে এসেছে বলে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে রাতেই তাদের গ্রেফতার করেন মছলন্দপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। তাদের কাছ থেকে ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন তাঁরা। এদের মধ্যে বাসুদেব পঞ্চায়েত সমিতিতে ও বিক্রম গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী ছিলেন বলে জানা গিয়েছে।এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ভোটের আগে তৃণমূল অস্ত্র নিয়ে ঘুরছে বলে অভিযোগ করছিল বিজেপি। এখন বোঝা যাচ্ছে কাদের কাছে অস্ত্র রয়েছে। কারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।’পালটা জেলা বিজেপি সভাপতি তাপস মিত্র বলেন, ‘বাসুদেববাবুর কাছে বন্দুকের লাইসেন্স রয়েছে। তার কাছে কার্তুজ থাকার মধ্যে বেআইনি কিছু নেই। পুলিশ ষড়যন্ত্র করে আমাদের ২ কর্মীকে ফাঁসিয়েছে।’গ্রেফতারির পর থেকে ধৃতদের লাগাতার জেরা করছে পুলিশ। কাকে তারা কার্তুজ বিক্রি করেছিল তা জানার চেষ্টা চলছে।