বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহারে চলন্ত বাসে ডাকাতিতে বাধা পেয়ে চলল গুলি। সোমবার ভোরে কোচবিহারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোকসাড🍒াঙায় এই ঘটনায় আহত হয়েছেন বাসের কনডাক্টর। আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। প্রকাশ্য দিবালোকে বাস🐬ে উঠে ডাকাতির ঘটনায় প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।
আরও পড়ুন - বাংলায় তৃণ💫মূল শরিয়া আদালত চালাচ্ছে, চোপড়ার ঘটনায় দাবি BJP নেতা অম🎀িত মালব্যের
পড়তে থাকুন - স্কুলের নবীনবরণে ছাত্রদের জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ার অভিযোগ TMC ꦫনেতা শিক্ষকের বিরুদ্ধে
যাত্রীরা জানিয়েছেন, সোমবার সকালে কোচবিহার থেকে নবদ্বীপগামী ওই বাসটি হিমঘরের সামনে পৌঁছলে হাত দেখিয়ে রাস্তা থেকে ৩ যাত্রী ওঠে। বাসে উঠেই স্বমূর্তি ধারণ করে তারা। আগ্নে𓃲য়াস্ত্র ও কুড়ুল বার করে যাত্রীদের যাবতীয় মূল্যবান সামগ্রী দিয়ে দিতে বলে তারা। বাস চালক যাতে বাস নিয়ে এগোতে না পারেন সেজন্য তাঁর মাথায় বন্দুক ধরে এক ডাকাত। এক ডাকাত কুড়ুল দিয়ে কনডাক্টরের পায়ে আঘাত করে। তাতে গুরুতর আহত হন তিনি। তার পরও কিছু যাত্রী তাদের সামগ্রী দিতে না চাওয়ায় বাসের মধ্যেই ১ রাউন্ড গুলি চালায় ডাকাতরা। মিনিট দশেকের মধ্যে অপারেশন শেষ করে বাস থেকে নেমে পালায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ। পৌঁছন পুলিশ সুপারসহ অন্য পুলিশ আধিকারিকরা। চা𝕴লক ও যাত্রীদের সঙ্গে কথা বলে ডাকাত💛দের বিবরণ জানেন তাঁরা। মূল্যবান সামগ্রী হারিয়ে পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।
আরও পড়ুন - উনি 'বুলডোজার মাতা'🅷 হয়ে উঠেছেন, কাকে একথা বললেন সুকান্ত মজুমদারꦺ?
উত্তরবঙ্গে রাতে বাস ডাকাতি নতুন কিছু নয়। কিন্তু দিনের আলোয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটের ঘটনায় বাস যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উ♍ত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা বাস। সেই বাসে য♏দি দিনের বেলা ডাকাতি হয় তাহলে পুলিশ কী করছে? প্রশ্ন তুলছেন স্থানীয়রা।