কুড়মি জনজাতির আন্দোলনে ইতি পড়লেও এসবিএসটিসির অস্থায়ী🍸 কর্মীদের আন্দোলন থামার ไকোনও ইঙ্গিত এখনও মেলেনি। ক্রমেই বড় আকার নিচ্ছে কর্মীদের আন্দোলন। আজও দুর্গাপুর, বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন ডিপো থেকে ছাড়ল না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। যার জেরে আজও নাকাল হতে হল যাত্রীদের। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাসের অস্থায়ী কর্মীরা।
আরও পড়ুন: দুদিনে পড়ল সরকারি বাসের অ🌠স্থায়ী কর্মীদের আনꦐ্দোলন, আজও ব্যাহত SBSTC পরিষেবা
তৃণমূলের ঝাণ্ডা ব্যবহ𒈔ার করে এবং মুখ্যমন্ত্র🙈ী মমতার ছবি ব্যবহার করে আন্দোলন করছেন কর্মীরা। তাদের দাবি মোট ৭ দফা। যার মধ্যে রয়েছে, কমপক্ষে মাসে ২৬ দিন কাজ দিতে হবে। বেতন বৃদ্ধি করতে হবে। অস্থায়ী কর্মীচারীদের স্থায়ীকরণের ব্যবস্থাও করতে হবে। এছাড়াও, তাদের যে সমস্ত রুট রয়েছে সেই সমস্ত রুটেই বাস পরিষেবা চালু করতে হবে। এই ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখে কর্মীরা বিক্ষোভ করার পাশাপাশি কর্মবিরতি পালন করছে।
আন্দোলনকারဣীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে তার পরেও সেই দাবি পূরণের জন্য আবেদন জানানো হয়েছে। সেই দাবি পূরণের ব্যাপারে সংস্থার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দাবিতে প্রথমে দিঘা ব🌱াস ডিপোয় আন্দোলন শুরু হয়। পরে একে একে আন্দোলন ছড়িয়ে পড়ে মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বহরমপুর, হাওড়া, শিবপুরে।
এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, ‘কর্মী♔দের ২৬ দিনের কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কালীপুজো পর্যন্ত যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বলা হ൩য়েছে। কালীপুজোর পরে তাদের সঙ্গে বৈঠক করা হবে।’ তবে দক্ষিণবঙ্গ বাস পরিষেবা বন্ধ থাকার ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী, এমনকি পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছেন।