আজ, বৃহস্পতিবার সকালে ডাউন ১০টা ৫৮ মিনিটে ক্যানিং লোকালে দুর্ঘটনা ঘটেছে। 💖ট্রেনের লাইনে মোটরবাইক ফেলে চম্পট দেয় এক যুবক। তখন চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রেল ট্রাকে ফেলে রাখা মোটরবাইকে। এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ধাক্কার জেরে ট্রেনটি থেমে যায়। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছোটেন রেলের অফিসাররা। ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ 🍸করা হয়।
এদিকে এই ঘটনার জেরে ৪০ মিনিট থমকে থাকলেন পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর। রেল পুলিশ সূত্রে খবর, এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে মোটরবাইক নিয়ে লাইনের উপর দিয়ে যাচ্ছিল। পারাপার করার সময়ে ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। এই অবস্থায় ট্রেন দ্রুতগতিতে ছুটে আসতে দেখে ট্র্যাকের উপরে মোটরবাইক ফেল🧜ে পালিয়ে যান ওই যুবক। তখন চলন্ত ট্রেন এসে ধাক্কা দেয় মোটরবাইকে। ট্রেনটি থমকে যায়। আর নাকাল হন যাত্রীরা।
আরও পড়ুন: আবার পুলিশের জালে গ্রেফতার তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, নদিয়া থেকে পাকড়াও
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে রেল লাইন পারাপার করছিল। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। আচমকাই ট্রেন তীব্র গতিতে ছুটে আসতে দেখে রেল ট্র্যাকের উপর মোটরবাইক ফেলে দিয়ে পালিয়ে যায় ওই যুবক। আসলে ওই যুবক ভ🍌য় পেয়ে গিয়েছিল। সেই ভয় থেকেই চলন্ত ট্রেন এসে ধাক্কা মারে মোটরবাইকে। এই ঘটনায় প্রায় ৪০ মিনিট ট্র🍷েন চলাচল বন্ধ হয়ে যায় ক্যানিং শাখায়। নিত্যযাত্রীরা তখন নাকাল হন।
এছাড়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ হল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। কিন্তু একটা মোটরবাইক নিয়ে ট্রেন ট্র্যাকে যুবক চলে গেল সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ তꦰার মানে সেখানে এভাবে যাওয়ার ব্যবস্থা রয়েছেꦿ। সুতরাং যে কোনও মুহূর্তে বড় কোনও ট্রেন দুর্ঘটনা ঘটে যেতে পারে। রেল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।