করোনা আক্রান্ত গোবরডাঙা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান সুভাষ দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতে রয়েছেন তিনি। প্রশাসনিক বোর্ডের প্রধান করোনা আক্রান্ত হওয়ায় আগামী কয়েকদিন গোবরডাঙা পুরসভায় শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। পুরসভা সূত্রের খবর, সম্প্রতি গোবরডাঙা পুরসভার এক অ্যাম্বুল্যান্স চালক করোনা আক্রান্ত হন। এর পর প্রশাসনিক বোর্ডের প্রধানসহ পুরসভার একাধিক আধিকারিক ও কর্মীর করোনা পরীক্ষা করানো হয়। তাতে সুভাষবাবুর সংক্রমণ ধরা পড়েছে। প্রবীণ এই রাজনীতিকের করোনা সংক্রমণে উদ্বিগ্ন নগরবাসী। দলমত নির্বিশেষে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। গোবরডাঙা পুর এলাকায় করোনার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক নারায়ণচন্দ্র কর জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত গোবরডাঙা পুর এলাকায় ১০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৮৮ জন সুস্থ হয়ে গিয়েছেন। মাত্র ১১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন গোবরডাঙা পুর এলাকায় করোনা আক্রান্ত ১৯ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৪ জন। এখনো পর্যন্ত পুর এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের।’