বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Chhatradhar Mahato: জঙ্গলমহলে নিজের গ্রামে ফিরলেন ছত্রধর, মালা পরিয়ে বুকে টেনে নিল তৃণমূল
আদালতের নিষেধাজ্ঞা 🌸উঠে গিয়েছে। গ্রামে ফিরলেন ছত্রধর মাহাতো। মঙ্গলবারই তিনি এনআইএ মামলা থেকে রেহাই পেয়েছেন। অনেকেই অপেক্ষা করছিলেন কবে খাসতালুকে পৌঁছবেন ছত্রধℱর মাহাতো। অবশেষে গেলেন তিনি। রবিবার দুপুর। নিজের গ্রাম। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে গেলেন তিনি। সেই জঙ্গলমহল।
জেলায় প্রবেশের আগে লোধাশুলি। সেখানেই তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা মঞ্চের। আর সেখানে সংবর্ধনা দেওয়া হল ছত্রধর মাহাতোকে।
একটা সময় তিনি ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পরে জেলে যেতে হয় তাঁকে। অবশেষ🌳ে জেল থেকে মুক্তি পেয়ে তিনি এলেন নিজের গ্রামে। তবে ফের 𝔉কি তিনি ফিরবেন রাজনীতিতে?
সরꩲাসরি তার উত্তর মেলেনি। তবে সামাজিকভাবে মানুষের পাশে যে তিনি থাকবেন তার ইঙ🦋্গিত আগেই দিয়েছিলেন ছত্রধর।