তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কটাক্ষ শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। রবিবার ডোমজুড় উৎসবের প্রকাশ্য মঞ্চ থেকেই তৃণাঙ্কুরকে নিশানা করেন কল্যাণ। রিপোর্ট অনুযায়ী, আরজি কর কাণ্ডের সময় থ্রেট কালচারে অভিযুক্ত হয়ে যে সব মেডিক্যাল পড়ুয়া সাসপেন্ড হয়েছিলেন, তাঁদের নিয়ে কিছু না বলার জেরেই তৃণাঙ্কুরকে আক্রমণ শানান কল্যাণ। এই ইস্যুতে তৃণাঙ্কুরকে নিয়ে তাঁর প্রশ্ন, এমন ছাত্র সভাপতি থেকে লাভ কী? (আরও পড়ুন: ভিতর🍰ে আওয়াজ শুনে ঢুকে♏ছিলেন... এন্টালিতে পরিত্যক্ত বিল্ডিং ভেঙে মৃত ২ ভাই)
আরও পড়ুন: SSKM-এরꦜ জুনিয়র চিকিৎসক কীভাব🐬ে অসুস্থ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
আরজি কর কাণ্ডের পর বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠে। বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত 🌱পড়ুয়াদের সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হওয়া পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গেই যুক্ত বলে দাবি করা হয় অধিকাংশ ক্ষেত্রে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে নবান্নে যে বৈঠক হয়েছিল, সেখানেও অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা এই নিয়ে সরব হয়েছিলেন।
এদিকে সাসপেন্ড হওয়া মেডিক্যাল পড়ুয়াদের পাশে দল দাঁড়ায়নি। এই নিয়ে গতকাল কল্যাণ বলেন, 'টিএমসিপি-র এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল, আর টিএমসিপির সভাপতির মুখ থেকে কোনও কথা নেই। অবিশ্বাস্য। আমি ভাবতে পারছি না। কার আশীর্বাদের হাত এর মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে?' এদিকে তৃণাঙ্কুরকে পদ থেকে সরানোর দ🎃াবিও তোলেন কল্যাণ। তৃ💙ণাঙ্কুরের অধীনে ছাত্র পরিষদ সংগঠন কাজ করছে না বলে অভিযোগ করেন শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ।
উল্লেখ্য, শীঘ্রই রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তার আগেই তৃণ🔯াঙ্কুরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তꦡৈরি হয়েছে। এদিকে টিএমসিপির সভাপতির কাজ তাঁকে এবং কুণালকে করতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। তিনি বলেন, 'বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর পাশে কেউ নেই। তারা আসছে আমার কাছে। কিন্তু আমি দলের কোনও কর্মীর ওপর কোনও অন্যায় হতে দেব না।'
এদিকে সাংসদ বনাম টিএমসিপি সভাপতির এই দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বিতর্কের আগুনে ঘি ঢেলে সুকান্ত দাবি করেন, অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় তৃণাঙ্কুরকে নিশানা করছেন কল্যাণ। এই নিয়ে সুকান্ত নিজের পোস্টে লেখেন, 'শাসক তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এখন রোজই জনসমক্ষে চলে আসছে। দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন অভিষেকপন্থী যেকোনও বয়সি নেতাকে আক্রমণ শানাতে ব্যস্ত। সংসদে সংঘাতের পরে বিদ্রোহী তৃণমল সাংসদ এখন ফুল ফর্মে আছেন। তিনি এখন স্থানীয় মঞ্চ থেকে🔜 রোজ সরব হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা খুবই মজার।'