পার্কিং নিয়ে তৃণমূলের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং পুর🦄সভার বিবাদের জেরে বন্ধ হয়ে গিয়েছিল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। এই ঘটনায় উঠে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। বিষয়টি নজরে আসতেই হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অবিলম্বে কার্নিভাল চালু করার নির্দেশ দিলেন। আর তারপরেই পুনরায় চালু হয়ে গেল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন: হাওড়াবাসীকে অরিজিতের ‘বড়’ উপহার,ক্রিসমাস 🐎কার্নিভালের থিম গান গা🗹ইলেন বিনা পয়সায়
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বুধবার সন্ধ্যা থেকে কার্নিভালের অনুষ্ঠান বন্ধ করে দেয় হাওড়া পুরসভা। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে ডুমুরজোলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কার্নিভাল নিশ্চয়ই হবে। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অরূপ বিষয়টি খতিয়ে দেখছে। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না।’ এরপরেই আজ বৃহস্পতিবার দুপুর 💦২ টো থেকে ফের কার্নিভালের অনুষ্ঠান শুরু হয়েছে। পাশাপাশি এবার কার্নিভালের অনুষ্ঠানে যাতে কোনও অশান্তি না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হাওড়া পুরসভায় এই প্রথমবার ক🃏্রিসমাস কার্নিভালের আয়োজন করা হয়েছিল। এর জন্য বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে থিম সং গাওয়ানো হয়েছিল। ফলে এই কার্নিভালকে ঘিরে তুমুল উন্মাদনা ছিল মানুষের মধ্যে। কিন্তু পার্কিং নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভা এবং তৃণমূল মন্ত্রীর বিবাদের জেরে শেষমেষ বন্ধ হয়ে যায় কার্নিভাল অনুষ্ঠান। হাওড়ার ডুমুরজলার ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে এই কার্নিভালের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সেখানে পার্কিং ফি বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তার জেরে বিবাদ বাঁধ🧔ে পুরসভার সঙ্গে মন্ত্রীর।