কল্যাণী এইমস নিয়োগ 🌼দুর্নীতির তদন্তে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে সিআইডি। শুক্রবার বিধায়কের কন্যা মৈত্রেয়ী দানাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছন সিআইডির ৪ গোয়েন্দা। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে।
কল্যাণী এইমসে নিয়োগে স্বজনপোষণ হয়েছে বলে অভিযোগ করে দায়ের হয়েছে FIR. রাজ্য সরকার সিআইডিকে সেই অভিযোগের তদন্তভার দিয়েছে। এর পরই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ ও নীলাদ্রিশেখর দানার মেয়েকে নোটিশ পাঠায় সিআইডি। জানায়, বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। সেই মꦦতো বঙ্কিমবাবুর পুত্রবধূকে আগেই জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। শুক্রবার তাঁরা পৌঁছলেন মৈত্রেয়ী দানাকে জিজ্ঞাসাবাদ করতে।
শুক্রবার বেলা ১টা নাগাদ বাঁকুড়ায় নীলাদ্রিশেখর দানার বাড়িতে পৌঁছন ৪ সদস্যের গোয়েন্দাদল। সঙ্গে ছিলেন একজন আইনজীবী ও🐎 ১ জন ভিডিয়োগ্রাফার। সূত্রের খবর, কী ভাবে চাকরি পেয়েছেন? বেতন কত? চাকরি পেতে কাউকে কোনও উৎকোচ দিতে হয়েছে ক✨ি না তা নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা।
মেয়েকে সিআইডি জিজ্ঞাসাবাদ নিয়ে বৃহস্পতিবারই সুর চড়িয়েছিলেন নীলাদ্রিশেখরবাবু। এক জনসভায় তিনি বলেন, যারা এই কাজের পিছনে রয়েছে তাদের 𝔉উলঙ্গ করে রাস্তায় দাঁড় কর🐻াব।
দলীয় বিধায়কের মেয়েকে সিআইডির জিজ্ঞাসাবাদ নিয়ে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ𓃲 প্রমাণ হওয়ায় নজর ঘোরাতে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। চুক্তিভিত্তিক চাকরিতে আবার দুর্নীতির কী আছে। ওরা একটি সংস্থার মাধ্যমে কল্যাণী AIIMS-এ চুক্তির ভিত্তিতে কাজ করেন। ওদের কোনও পেনশন – গ্রাচুইটি কিচ্ছু নেই। কোম্পানির সঙ্গে কল্যাণী এইমসের চুক্তি শেষ হলে ওদেরও চাকরি চলে যাবে। দুর্নীতি হয় স্থায়ী চাকরিতে।’