মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস খুনের ঘটনার তদন্তভার নিল CID। শুক্রবার তদন্তের দায়িত্ব নিয়ে মঙ্গলকোট থানা ও ঘটনাস্থল ঘুরে দেখ💯েন CID-র গোয়েন্দারা। এই ঘটনায় ইতিমধ্যে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে SIT.
গত সোমবার সন্ধ্যায় মঙ্গলকো🐎টের লাখুটিয়া এলাকার অঞ্চল সভাপতি অসীম দাসকে খুব কাছ থেকে গুলি করে খুন করে আততায়ীরা। কয়েক ঘণ্টার মধ্যে ওই ঘটনার তদন্তে SIT গঠন করে রাজ্য সরকার। ঘটনায় বুধবার সাবুন শেখ ও সামু শেখ নামে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর পর ঘটনার তদন্তভার CIDকে দেয় রাজ্য প্রশাসন।
শুক্রবার ওই ঘটনার তদন্তে মঙ্গলকোটের শিহড় গ্রামে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির কর্তারা। সেখা 💫দীর্ঘক্ষণ নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করেন। ঘটনাস্থলের ছবি তোলেন তাঁরা। এর পর তাঁরা চলে যান মঙ্গলকোট থানায়। সেখানে SIT-র আধিকারিকদের থেকে তদন্তের নথি সংগ্রহ করেন। সঙ্গে ভিডিয়োগ্রাফি করেন অসীমবাবুর মোটরসাইকেলটির।
মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে তৃণমূলেরই ২ কর্মীর গ্রেফতারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি෴ অসীমবাবুকে খুন করেছে দলেরই একাংশ। তোলাবাজি ও সিন্ডিকেটের বিরোধিতা করায় আগে থেকেই দলের একটি গোষ্ঠীর নিশানায় ছিলেন তিনি।