মালদার প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এবং নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্♋দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ☂অভিযোগ তুললেন চাকরির দুর্নীতির। এমনকী শিক্ষক নিয়োগ নিয়ে সাফ জানিয়ে দিলেন, কেউ অন্যায় করলে তাঁর দায়িত্ব নেবে না দল। পুরুলিয়ায় চাকরির কোটা নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার যুবকদের চাকরির কোটা কেউ পকেটে ঢুকিয়েছেন বলে অভিযোগ তাঁর।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? এদিন মালদায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা না দেওয়া থেকে শুরু করে পুরুলিয়ায় চাকরির কোটা পকেটে ভরে ফেলা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তবে তিনি কারও নাম উচ্চারণ করেননি। তিনি 🅠বলেন, ‘কয়েকটা ডাকাত–গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। আমি খুব খুশি হয়েছি। ওরাই এই কাজ করেছিল। পুরুলিয়ার ছেলেমেয়ের চাকরির কোটাটাই তো কেটে দিয়েছিল।’
কেন এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, দিন–রাত বিরোধী দলনেতা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে দুর্নীতির প্রসঙ্গ তুলে গালিগালাজ করেন। তাই এইಞ নিয়োগ নিয়ে দুর্নীত꧟িতে শুভেন্দুর মুখোশ খুলে দিতে চান মুখ্যমন্ত্রী। তাই এমন মন্তব্য করলেন তিনি। মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের কাছেও মৌখিক আর্জি জানিয়ে বলেন, ‘মান⛦নীয় আদালতকে দু’পায়ে প্রণাম করে বলব, খোঁজ নিয়ে দেখুন। কেউ অন্যায় করলে তার দায়িত্ব নেব না।’