এবার রাজ্যের পূর্ত দফতরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এবার তীব্র ভর্꧟ৎসনা করলেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে পিডব্লুডি’র (পূর্ত দফতর) আর্থিক চাহিদার কথা শুনে কড়া অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনদিনের জন্য পশ্চিম মেদিনীপুর জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন প্রশাসনিক বৈঠক চলাকালীন তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘৬ কোটির মধ্যেই সব কাজ হতে হবে। এত খাই কেন? পিডব্লুডি–কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই। এইচআরবিসি’র ইঞ্জিনিয়াররা বসে আছেন। তဣাঁদের দিয়ে কাজ করান। পিডব্লুডি–কে দিয়ে সব কাজ করানোর কোনও দরকার নেই। ওদের এত খাই! পিডব্লুডি কেন কিছু করতে চায় না?’
এই পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত মꦿন্ত্রীর নাম অরূপ বিশ্বাস। ফলে তাঁর দফতর এখন মুখ্যমন্ত্রীর রোষানলে। সুতরাং তাঁর কাছেও বার্তা যাবে বলে মনে করা হচ্ছে। আজ, মঙ্গলবার শহিদ প্রদ্যোত স্মৃতি ভবনে প💝্রশাসনিক বৈঠক থেকে শতাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর জেলা প্রশাসনের কাজের𝄹 পর্যালোচনা করতে বসে পূর্ত দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন।
আর কী ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী? এদিন প্রকল্পের বিস্তারিত রিপোর্ট দেখতে চান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘ওই ডিপিআর কেটে ফেলে দি🗹ন। এসবে কত টাকা লাগে? আমি কি আর কাজ করাই না? আমাকে কী শেখাচ্ছে!’ পূর্ত দফতরের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।