পুর এলাকা নয়, মূলত বীরভূমের গ্রামীণ এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে কড়া বিধিনিষেধ শুরু হচ্ছে। জেলা প্রশাসনের তরফে কনটেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা থেকেই সেই তথ্য মিলছে।রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে অবশ্য এখনও বীরভূমের নয়া কনটেনমেন্ট তালিকা প্রকাশ করা হয়নি। সেখানে আপাতত শুধুমাত্র তিন জেলা - কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার তালিকা দেওয়া রয়েছে। বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটে অবশ্য বুধবার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।সেই তালিকা অনুযায়ী, বীরভূমে পুর এলাকার মধ্যে একমাত্র নলহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। বাকি কনটেনমেন্ট এলাকাগুলি নানুর, রামপুরহাট ১, লাভপুর, মুরারই ২, নলহাটি ২ ব্লকের আওতায় পড়ছে। নির্দিষ্ট বাড়ি, রাস্তা উল্লেখ করে সেই তালিকা দেওয়া হয়েছে। আপাতত প্রথম সাত দিন কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে বলে মঙ্গলবারই নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কনটেনমেন্ট জোনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না। সব সরকারি ও বেসরকারি অফিস, বাজার, কলকারখানা এবং বাণিজ্য বন্ধ থাকবে। যাবতীয় যান চলাচলে সম্পূর্ণ বিধিনিষেধ জারি হবে। অনাবশ্যকীয় কাজ বা গতিবিধি সম্পূর্ণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবা চলবে। একইসঙ্গে কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসে না গেলেও চলবে বলে জানানো হয়েছে। যতটা সম্ভব নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি জিনিসপত্রের হোম ডেলিভারির বন্দোবস্ত করবে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা পর্যন্ত বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬। তার আগের ২৪ ঘণ্টায় দু'জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। সুস্থ রোগীর সংখ্যা ২৯১। মৃত্যু হয়েছে তিন জনের।