ভারত পাক সংঘর্ষ বিরতি হয়েছে। তবে তার মধ্য়ে নাশকতার সম্ভাবনা যাতে কোথাও না থাকে সেকারণে জেলায় জেলায় অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। কোচবিহারের বিভিন্ন সেতুর উপর চলছে বাড়তি নজরদারি। তোর্সা সেতু সহ জেলার বিভিন্ন সেতুর নীচে, বিভিন্ন কার্লভার্ট, ছোট সেতুর নীচেও চলছে নজরদারি। সেতুর নীচে কোথাও কোনও সন্দেহজনক কিছু রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেতুর বিভিন্ন অংশগুলি অ্যান্টি সাবোতেজ টিম খতিয়ে দেখছে।
জেলার একাধিক রাস্তায় চলছে নাকা চেকিং। কোচবিহারের বক্সিরহাট পার হলেই অসম। সেকারণে সুরক্ষার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা। কোচবিহারের বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কোচবিহার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দফায় দফায় রিপোর্ট পাঠানো হচ্ছে ওপরমহলে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে দফায় দফায়।
সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। কোথাও যাতে অনুপ্রবেশ না হয় সেটা দেখা হচ্ছে। সেই সঙ্গেই কোচবিহারের বহু এলাকা রয়েছে যেগুলিতে কাঁটাতারের বেড়া নেই। একাধিক জায়গা রয়েছে যেখানে রয়েছে নদী। গ্রীষ্মকালে সেই নদীতে জল কমে যায়। সেক্ষেত্রে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।