চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকাদের তুমুল বিক্ষোভের মধ্যেই অঘটন। বিকাশ ভবনের পিছন দিকের পাঁচিলে উঠে, সেখান থেকে ঝাঁপ দিলেন এক মহিলা! এর জেরে তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। যদিও অন্য একটি তরফে দাবি করা হচ্ছে, ওই মহিলা আদতে একজন পরীক্ষার্থী। এবং তিনি আসলে বিকাশ ভবনের কোনও তলের কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছেন!
প্রাথমিকভাবে যতটুকু তথ্য সংবাদমাধ্যমে উঠে এসেছে, তা থেকে এটা নিশ্চিত যে - ওই মহিলা আন্দোলনকারীদের কেউ নন। সংবাদমাধ্যমের একাংশের দাবি, তিনি স্বাস্থ্য দফতরের কর্মী। তাঁর নাম টুম্পা মুখোপাধ্য়ায় এবং তাঁর বাড়ি ফেরার তাড়া ছিল। কিন্তু, দীর্ঘক্ষণ বিক্ষোভে আটকে পড়েন তিনি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বিকাশ ভবনের পিছন দিকের পাঁচিল বেয়ে উঠে, সেখান থেকে ঝাঁপ মারেন।
অন্যদিকে, সংবাদমাধ্যমেরই আরও একটি অংশ দাবি করছে, ওই মহিলা নাকি কোনও একটি পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষার নম্বর জানতেই আজ (বৃহস্পতিবার - ১৫ মে, ২০২৫) বিকাশ ভবনে এসেছিলেন তিনি। কিন্তু, তার মধ্যেই ২০১৬ সালের প্যানেলভুক্ত, চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের জেরে ধুন্ধুমার বেধে যায় বিকাশ ভবনে।
চাকরিহারা আন্দোলনকারীরা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। কার্যত বিকাশ ভবনের দখল নিয়ে নেন তাঁরা। এসবের মধ্যেই আটকে পড়েন পরীক্ষার নম্বর দেখতে আসা ওই মহিলা। তিনি কিছুতেই আন্দোলনকারীদের বাধা পেরিয়ে বিকাশ ভবনের বাইরে বের হতে পারছিলেন না। এদিকে, বাড়িতে তাঁর মা অসুস্থ। তাই, বিকাশ ভবনের কার্নিশ থেকে ঝাঁপ মেরে নীচে নামার সিদ্ধান্ত নেন তিনি! আর, সেটা করতে গিয়েই পায়ে আঘাত লাগিয়ে বসেন।
এদিকে, ঝাঁপ মারার খবর সামনে আসতেই বিক্ষোভকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁরাই তড়িঘড়ি ওই মহিলাকে এক জায়গায় নিয়ে গিয়ে বসান। জানা গিয়েছে, তাঁর পায়ে চোট লাগলেও সেই আঘাত গুরুতর নয়।