সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের একের পর এক জঙ্গিঘাঁটি যখন গুঁড়িয়ে দিচ্ছে ভারত, তখন পাকিস্তানের সমর্থনে এসেছে তুরস্ক থেকে। পাকিস্তানকে বহুবারই তুরস্কের তরফে ‘ভাই’ সম্বোধনে ইসলামাবাদ-আঙ্করার ঘনিষ্ঠতা তুলে ধরেছে এরদোয়ানের দেশ। এই পরিস্থিতিতে পাকিস্তানের 'সমর্থক' তুরস্কের অসামরিক বিমান পরিসেবা সংক্রান্ত এক সংস্থাকে নিয়ে পদক্ষেপ করল ভারত। তুরস্কের ‘সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস’র ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ বাতিল করেছে দিল্লি।
ভারতের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের আওতায় থাকা, ‘ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি’র তরফে একটি নোটিস ‘সেলেবি’-কে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, 'সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড' নিরাপত্তা সংক্রান্ত যে ছাড়পত্র ছিল তা বাতিল করা হয়েছে। আর তা এখনই থেকে লাগু। সাফ জানানো হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে।
( শনিকে সঙ্গে নিয়ে সূর্যদেব তৈরি করবেন মে মাসেই ত্রি-একাদশ যোগ! কবে থেকে সুসময় ৩ রাশির?)
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পারবে’, এদেশে অ্যাপেল-র প্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রাম্প! বার্তা কুককে)
( রাহুর মেগা এন্ট্রি শনির রাশিতে! আর হাতে গোনা ক'দিন পরই কপাল খুলবে ৩ রাশির)
( দেশ জুড়ে ‘বয়কট টার্কি’ রব! তুরস্ককে ধাক্কা দিতে এবার ময়দানে ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া’ও)
প্রসঙ্গত, ৮ ও ৯ মের রাতে পাকিস্তান যে ড্রোন দিয়ে ভারতে হামলা করেছে তা তুরস্কের তরফে পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উঠে এসেছে বহু তথ্য। গোটা পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থেকেছে তুরস্ক আর আজারবাইজানের মতো দেশ। তু্রস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাফ বলেছেন, পাকিস্তানে থাকা 'ভাইয়ের মতো মানুষদের তুরস্ক সমর্থন করে যাবে'। এরদোয়ান আরও বলেছেন,' পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের সমর্থন প্রকাশ্যে ঘোষণা করার পাশাপাশি, আমরা উত্তেজনা হ্রাস করার জন্য তীব্র প্রচেষ্টাও করেছি, যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল।' প্রসঙ্গত, ২০২৩ সালে তুরস্ক, সিরিয়ার বুকে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পরই ভারত থেকে টিম যায় উদ্ধারে। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন দোস্ত’। ভারতের তরফে ‘অপারেশন দোস্ত’ কে পিছনে ফেলে সন্ত্রাসকে নির্লজ্জভাবে সমর্থন করা তুরস্ক বর্তমানে পাকিস্তানের সমর্থক। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে 'বয়কট তুরস্ক' এর রব জোরদার। তারই মাঝে দিল্লির তরফে এল তুরস্কর জন্য তাবড় বার্তা। তুরস্কের 'সেলেবি'কে ঘিরে ভারতের পদক্ষেপ কার্যত আঙ্কারার প্রতি দিল্লির মনোভাব আরও স্পষ্ট করল।