শরীরে তিন তিনবার করোনার ধাক্কা। দুবার সামলে উঠতে পারলেও তৃতীয়বার আর পারলেন না। করোনার সঙ্গে মরণপণ লড়াইয়ে হার স্বীকার করলেন তিনি। মৃতের নাম ডালিয়া বিবি। বারাসতের বাসিন্দা ছিলেন তিনি। কিন্তু পরপর তিনমাসে তিনবার সংক্রমণের ঘটনা হতবাক করে দিয়েছে চিকিৎসকদের। এত কম সময়ের মধ্যে কীভাবে একাধিকবার তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধল তা নিয়ে বিস্মিত চিকিৎসকরাও। কলকাতা মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রসূন ভট্টাচার্য বলেন, 'এই ঘটনা সত্য়ি করেই আমাদের ভাবাবে। এটি অত্যন্ত বিরল ঘটনা। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।' ভাইরোলজিস্ট সুমন পোদ্দার জানিয়েছেন, ‘পরপর তিনবার তার পজিটিভ রিপোর্ট এসেছে। সেক্ষেত্রে প্রত্যেকবার তিনি আলাদা আলাদা স্ট্রেনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তার নিজেরই ইমিউনিটি ডাউন থাকায় তার অ্য়ান্টিবডি তৈরি না হয়ে থাকতে পারে। সেক্ষেত্রেও বার বার আক্রান্ত হতে পারেন তিনি। তবে সব মিলিয়ে বিষয়টি গবেষণামূলক।’তবে মুম্বইয়ের এক চিকিৎসক ১৩ মাসের মধ্যে তিনবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদিকে কলকাতা মেডিকেল কলেজেরই দুজন চিকিৎসক পরপর দুবার করোনায় আক্রান্ত হয়েছিল। এবার দেখা যাক ডালিয়া বিবির ক্ষেত্রে ঠিক কী হয়েছিল। গত মে মাসে ২৮ বছরের ডালিয়া বিবি প্রথমবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। এরপর জুন মাসে ফের করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন এনআরএসে। ফের সুস্থ হয়ে বাড়ি ফেরেন। জুলাইতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এবার মৃত্য়ু হয় তাঁর।