চোপড়া কাণ্ডেꦯর পর এবার সালিশি সভার ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। মারধর করার অভিযোগ উঠল প্রৌঢ় দম্পতিকে। তবে এবার মারধর সালিশি সভাতে নয়, সেখানে না যাওয়ার জন্য প্রহার করা হয়েছে প্রৌঢ় দম্পতিকে। এই ঘটনায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ওই প্রৌঢ় দম্পতি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকা কুবাজপুর গ্রামে। এক্ষেত্রেও তৃণমূলের এক নেতার বিরুদ্ধে দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সালিশি সভায় পরকীয়ার অভিযোগে মারধরের পর আত্মঘাতী মহি🅘লা, শিলিগুড়ি♈তে গ্রেফতার ২
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর ব্লকের চকদিঘি পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম হল কুবাজপুর। প্রৌঢ় দম্পতি শেখ বোরহান আলি এবং সাহানারা বিবি হলেন ওই গ্রামের বাসিন্দা। তাঁদের বড় ছেলে বসির আলিও একসঙ্গে থাকেন। তিনি কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। তবে বসিরের বিবাহ নিয়ে কিছু সমস্যা চলছিল। তা নিয়ে আদালতে মামলাও চলছে। বিষয়টি বিচারাধীন মামলা রয়েছে। তা সত্ত্বেও এনিয়ে বিচার করতে সালিশি সভা ডেকেছিলেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। 🔯;
পরিবারের দাবি, চকদিঘির তৃণমূল পার্টি অফিসে ওই সালিশি সভার আয়োজন করা হয়েছিল। তাদের সেখানে ডাকা হয়েছিল। কিন্তু, ওই দম্পতি ও তাঁদের পুত্র বসির সালিশি সভায় উপস্থিত থাকেননি। এরপরেই তৃণমূল෴ নেতা ও তাঁর দলবল দম্পতির বাড়িতে গিয়ে মারধর করে। ভাঙচুর চালায় বাড়িতে। এমনকী বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। এছাড়াও রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকি।