তিনদিন আগেই নেতাই গণহত্যা মামলায় অন🔥্যতম অভিযুক্ত সিপিআইএম নেত্রী ফুল্লরা মণ্ডল জামিন পেয়েছিলেন। আজ, শুক্রবার মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ফুল্লরা। সুশান্ত ঘোষের পর আরও এক নেত্রী বেরিয়ে এলেন জেল থেকে। দীর্ঘ আট বছর পর শুক্রবারꦦ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিযুক্ত সিপিআইএম নেত্রী ফুল্লরা মণ্ডল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষ জামিন পেলেন ফুল্লরা মণ্ডল।
ঠিক কী ঘটেছে মেদিনীপুরে? আজ জেল থেকে বেরোতেই ফুল্লরাকে মালা পরিয়ে দেন সিপিআইএমের কর্মী–সমর্থকরা। তারপর ওই এলাকায় মিছিলও হয়। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০ হাজার টাকা বেল বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। এদিন ফুল্লরা মণ্ডলকে সংশোধনাগারে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মไেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডাঃ পুলিনবিহারী বাস্কে, বিজয় পাল–সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
কেন তাঁকে গ্রেফতার করা হয়েছিল? ২০১১ সালে লালগড়ের নেতাই গনহত্যা ♓কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে ফুল্লরা মণ্ডলের। এরপর ২০১৪ সালে ফুল্লরা মণ্ডল গ্রেফতার হয়। দীর্ঘ আট বছর ধরে তিনি জেলে ছিলেন। লালগড় ব্লকের নেতাই গ্রামে সিপিআইএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গ্রামবাসীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় মৃত্যু হ꧙য়েছিল ৯ জনের।২০১৩ সালে নেতাই হত্যা মামলার তদন্তভার নেয় সিবিআই। পরের বছর ২০ জনের বিরুদ൩্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। বিচারপর্ব এখনও শেষ হয়নি বলে খবর।