এবার দিলীপ ঘোষের স্লোগান বাম নেতা সুশান্ত ঘোষের মুখে। মঙ্গলবার নিহত DYFI কর্মী মইদুল ইসলামের গ্রাম চোরকোলা গ্রামে দাঁড়িয়ে তিনি বলেন, ‘শুধু বদল নয়, এবার বদলাও হবে।’ এদিন মইদুলের সন্তানদের দায়িত্ব নিয়েছে SFI – DYFI. তাদের শিক্ষায় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তারা। মঙ্গলবার সকালে বাঁকুড়ার কোতুলপুরের চোরকোলা গ্রামে যান সুশান্ত ঘোষ। মইদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তৃণমূলের বিদায় সময়ের অপেক্ষা। তার পর বদল আর বদলা একসঙ্গে হবে।’মঙ্গলবার নিহত দলীয় কর্মীর ২ কন্যার শিক্ষার জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে SFI – DYFI. মইদুলের ২ মেয়ের একজনের বয়স ১০, অন্যজনের ৫। মঙ্গলবার একথা ঘোষণা করেন এসএফআইয়ের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর চাকরির প্রস্তাবকে কটাক্ষ করে তিনি বলেন, ‘জুতো মেরে গরু দানের কোনও দরকার নেই। আমরাই শহিদকন্যাদের জন্য পড়শুনোর খরচ দেব।’