শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তার রেﷺশ এখনও কাটেনি। সেই আবহে হাওড়ার শ্যামপুরের একটি স্কুলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্কুলটির প্রধান শিক্ষক অসুস্থ বেশ কয়েকদিন হল। সেই কারণে তিনি স্কুলে আসতে পারছেন না। কিন্তু তাঁর জায়গায় স্কুল চালাচ্ছেন তাঁর মেয়ে। সಞ্কুল সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও পারিবারিকভাবে স্কুলকে ব্যবহার করার অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের বিনোদচক তফসিলি প্রাথমিক বিদ্যালয়ের।
আরও পড়ুন: এই সময়ের মধ্য়ে স্কুলে আসতেই হবে শিক্ষকদের, না হলেই লালকালি♈, ফাঁকি🐷বাজির দিন শেষ
জানা গিয়েছে, স্কুলের প্রধান শিক্ষকের নাম চন্দন দে। তাঁর জায়গাতেই কার্যত প্রক্সি দিচ্ছেন তাঁর মেয়ে রিয়া দে। তবে এতে অবশ্য🅺 দোষের কিছু দেখছেন না রিয়া। তবে খবর পর পর সাংবাদিকরা স্কুলে গেলেই তিনি বেজায় ক্ষেপে ওঠেন। কার্যত স্কুলে মা কাকিমাকে ডেকে নিয়ে যান রিয়া। তাঁর বক্তব্য, তার বাবার কাছে অনুমতি নিয়ে তিনি অফিসে আসছেন। তার বাবা অসুস্থ তাই তিনি স্কুলে যাচ্ছেন। গ্রামে সকলেই সে কথা জানে বলে তিনি দাবি𝐆 করেন। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কৃষ্ণ ঘোষ জানান, এ বিষয়ে অবর বিদ্যালয় স্কুল পরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে।
বিষয💎়টির তদন্ত করা হচ্ছে। রিপোর্ট পেলেই পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ জন। তাতে চন্দন বাদে স্কুলে একজন পার্শ্বশিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষক ব🐟েশ কিছুদিন ধরে স্কুলে আসছেন না। তাঁর জায়গায় তাঁর মেয়ে এসে স্কুল পরিচালনা করছেন। এমনকী অভিভাবকরা আপত্তি জানালেও তিনি তাদের কথা শোনেন না।