দুদিন ধরে নিখোঁজ ছিলেন। আর বাড়ি ফেরার পরেই রহস্যজনকভাবে উদ্ধার হল উত্তর বারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের দেহ। শনিবার সকালে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার হল কাউন্সিলর তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ💝্যোপাধ্যায়ের দেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। একইসঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এভাবে একজন ভাইস চেয়ারম্যানের মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন: কসবার তৃণমূল কাউ𝐆ন্সিলরকে মারতে কতরﷺ সুপারির? টাকার অঙ্কে মুখ হবে হাঁ!
জানা গিয়েছে, গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন তৃণমূল কাউন্সিলর। বাড়িতে ফোন রেখে তিনি বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেনি। ঘটনায় পুলিশকে জানায় পরিবার। পুলিশও তৃণমূল কাউন্সিলরকে অনেক খোঁজার চেষ্টা করে। এরপর শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন। আর শনিবার সকালেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে তিন তলার ছাদে তাঁকে আজ সকাল ১০ টা নাগাদ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলররা। সেই সঙ্গে আসেন পুর প্রধান মলয় ঘোষ। পাশাপাশি খবর পেয়ে সেখানে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। তাঁর মৃতদেඣহ উদ্ধার করে ময☂়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।