💮ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি থাকার অভিযোগ উঠল। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৪ শিশু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়⛄েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের নওদার খানপুর বিশ্বাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রতিদিনকার মতো ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার রান্না হয় শুক্রবার। মেনুতে ছিল ভাত, ডাল,💯 ডিম। বেশ কয়েকজন শিশু কেন্দ্রেই খাওয়া দাওয়া করে, আবার বেশ কয়েকজন খাবার বাড়ি নিয়ে যায়। এরকমই এক শিশু খাবার বাড়ি নিয়ে যাওয়ার পর খুলতেই দেখে ভাতের মধ্যে পড়ে রয়েছে একটি মৃত টিকটিকি। তা দেখতে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। গোটা এলাকায় ৪ জন শিশুকে স্থানীয় হাসপাত꧟ালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের চিকিৎসা চলে। ঘটনার খবর পেয়ে এলাক✨ায় ছুটে আসেন স্থানীয় বিডিও। পাশাপাশি খবর যায় পুলিশের কাছে।
যদিও রান্নার সময় খাবারে টিকটিকি দেখতে পাওয়া যায়নি বলেই দাবি করেছেন ওই কেন্দ্রের রাঁধুনি সুভদ্রা রায়। তিনি বলে൩ন, ‘রান্না করার সময় কোনও টিকটিকি দেখতে দেখা যায়নি।’ তবে এনিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর অন্ধকার বলে অভিযোগ করেছেন তারা। তাঁদের অভিযোগ, অস্বাস্থ্যকর পর♈িবেশে রান্না করা হয়ে থাকে। তাই টিকটিকি নজরে আসেনি। নওদার বিডিও সত্যজিৎ হালদার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চার শিশু বর্তমানে সুস্থ রয়েছে।