৬ দিনের সদ্যোজাত শিশুকে টাকার বিনিময়ে বেচে দেওয়ার অভিযোগ উঠল দিদার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য সদ্যোজাতর মাকে আটক করে পুলিশ। ঘটনাটি ༒নদীয়ার শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকার।
ওই ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগর জানান, তিনি জানতে পারেন তার ওয়ার্ডের গৃহবধূ বর্ষা বিবি,ꦜ গত ৯ তারিখে শান্তিপুর হাসপাতালে সদ্যজাত পুত্র সন্তানকে জন্ম দেন। গত বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই গৃꦍহবধূ ২২ নম্বর ওয়ার্ডের বাবার বাড়িতে ফিরে আসেন।
শনিবার রাতে ওই ওয়ার্ডের ব⛦েশ কিছু মানুষ তাকে এসে অভিযোগ করেন বর্ষা বিবির সদ্যজাত শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ পেয়ে, ওই গৃহবধূর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন কাউন্সিলর। ঘটনা সত্যতা জানতে পেরেই তিনি শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে খবর দেন। ওই সদ্যোজাতকে কোথায় বিক্রি করা হয়েছে তা জানাতে রবিবার সকালে থেকে তদন্ত শুরু করে পুলিশ। কোনও মধ্যস্থাকারী ছিল কি না তা জানতেও তদন্ত করে পুলিশ। ঘন্টা খানেকের মধ্যেই মধ্যস্থতাকারী এক মহিলাকে আটক করে পুলিশ।
(পড়তে পারেন। সুইডেনে ফ্ল্যাট থেকে উদ্ধার দুর্গাপুরের গবেষক ছাত্রীর দেহ, খুনের অভিযোগে গ্রেফতার ꦡএক)
পুলিশ জানতে পারে, ওই সদ্যজাত শিশুটিকে জগৎদলে পাচার করা হয়েছে। এর পর মধ্যস্থতাকারী ওই মহিলাকে নিয়ে সদ্যোজাতকে উদ্ধার করতে যায় পুলিশ। 🦄এই শিশু বিক্রির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে🔜ন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বুলা খাতুন কারিকর।
অন্যদিকে সদ্যোজাতর মা বর্ষা বিবি বলেন, তাঁর বাপেরবাড়ি ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিটে, শ্বশুরবাড়ি নদীয়ার বি🅺ননগরে। সন্তান প্রসবের জন্য বাপেরবাড়িতে এসেছিলেন তিনি। কিন্তু তার মা খালেদা বিবি তাঁকে না জানিয়ে তাঁর সদ্যোজাত পুত্র সন্তানকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বর্ষা বিবি বলেন, 'মা আমায় বলে তুই দু꧅টো সন্তানকে মানুষ করতে পারবি না। এটাকে বিক্রি করে দে। আমি জানি না কাকে বিক্রি করেছে। আমাকে মা কিছু বলেনি। ৬০ হাজার টাকায় বিক্রি করেছে।' টাকা মা নিয়েছে বলে তিনি দাবি করেন।
ম📖ধ্যস্থতাকারীকে নি👍য়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত দিদাকে খুঁজছে পুলিশ।