বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains to Puri from Howrah and Digha: শীঘ্রই চালু হচ্ছে হাওড়া-পুরী শতাব্দী ও দিঘা-পুরী এক্সপ্রেস, দেখুন সময়সূচি
শীঘ্রই চালু হতে চলেছে দিঘা-পুরী-দিঘা এক্সপ্রেস। চলতি সপ্তাহেই শুরু হবে পরিষেবা। প্রতি সপ্তাহে আপ ও ডাউন অভিমুখে একটি ট্রেন চলবে। সেইসঙ্গে পুজোর মাস তথা আগামী অক্টোবর থেকে হাওড়া-পু꧑রী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসও ছুটতে শুরু করবে। দেখে নিন সময়সূচি -
- ২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস: প্রতি শনিবার রাত ৯ টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী শনিবার (৬ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে।
- ২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস: প্রতি শনিবার বিকেল ৫ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে দিঘা-পুরী এক্সপ্রেস। আগামী রবিবার (৭ অগস্ট) থেকে শুরু হবে পরিষেবা।
- ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: প্রতিদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী ২ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে।
- ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস: ২ অক্টোবর থেকে ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসের পরিষেবা শুরু হতে চলেছে। প্রতিদিন দুপুর ২ টো ১৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে।
তারইমধ্যে কয়েকটি ট্রেনে এ🎀সি থ্রি টিয়ার কোচ যুক্ত করা হবে বলে পূর্ব উপকূলীয় রেলের তরফে জানানো হয়েছে। সেই ট্রেনগুলির মধ্যে কয়েকটি✅ ট্রেন হাওড়া থেকেও ছাড়বে। দেখে নিন সেই তালিকা -
- ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস: ১৫ অগস্ট থেকে ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ১২৮৭২ টিটিলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১৬ অগস্ট থেকে ১২৮৭২ টিটিলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জী ইস্পাত এক্সপ্রেস: ১৬ অগস্ট থেকে ২২৮৬১ হাওড়া-কাঁটাবাঞ্জী ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
- ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ১৭ অগস্ট থেকে ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ার কোচ থাকবে।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের চালু করা ট্রেন
- ২২৮৩০ শালিমার-ভূজ এক্সপ্রেস: আগামী ৬ অগস্ট থেকে চলবে। প্রতি শনিবার হাওড়া থেকে রাত ৮ টা ২০ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৪৫ মিনিটে ভূজে পৌঁছাবে।
- ২২৮২৯ ভূজ-শালিমার এক্সপ্রেস: প্রতি মঙ্গলবার ভূজ থেকে দুপুর ৩ টে ৫ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন সকাল ৯ টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে। আগামী ৯ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে।
- ১৮০০৯ সাঁতরাগাছি-আজমেঢ় এক্সপ্রস: ৫ অগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি শুক্রবার দুপুর ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয় দিন ভোর ৪ টে ৫৫ মিনিটে আজমেঢ়ে পৌঁছাবে।
- ১৮০১০ আজমেঢ়-সাঁতরাগাছি এক্সপ্রস: ৭ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে। প্রতি রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে আজমেঢ় থেকে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২ টো ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।
- ২০৮২৮ সাঁতরাগাছি-জব্বলপুর হামসফর একপ্রেস: আজ (৩ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে। প্রতি বুধবার রাত ৮ টা ৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। জব্বলপুরে পৌঁছাবে পরদিন দুপুর ৩ টেয়।
- ২০৮২৭ জব্বলপুর-সাঁতরাগাছি হামসফর একপ্রেস: ৪ অগস্ট থেকে শুরু হবে পরিষেবা। প্রতি বৃহস্পতিবার রাত ৮ টা ৩৫ মিনিটে জব্বলপুর থেকে ছাড়বে। পরদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।