বেআইনি নির্মাণ, জমি দখল, পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ও পুরসভা । এখনও বিভিন্ন পুরসভা এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। রাজ্য জুড়ে যেভাবে অভিযান চালানো হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি।তাছাড়া অবৈধ নির্মাণের অভিযোগ তুলে তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি আসানসোলের আরএসএসের একটি কার্যালয় বেআইনিভাবে পুকুর ভরাট করে গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তার ভিত্তিতে নোটিশ পাঠিয়েছে পুরসভা। এবার এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি পালটা তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলা নিয়ে মুখ্যমন্ত্রী ম🥂মতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন। বলেছেন, দম 💃থাকলে আগে নিজেদের বেআইনি নির্মাণগুলি ভেঙে দেখাক তৃণমূল।
আরও পড়ুন: বাংলায় বুলডোজ🌠ার! ‘দিদিই কিছু ব্যবস্থা করবেন’, আশায় ব্যবসায়ীরা
আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেই উপলক্ষ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে শনিবার প্রচারে যান দিলীপ ঘোষ। প্রাক্তন সংসদ এদিন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দপুর বাজারে মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারের জন্য একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সেখানে সাধারণ মানুষের কাছে বিজেপিকে জেতার জন্য আহ্বান জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ ।
তিনি দাবি করেন, যেখানেই সরকারি জমি রয়েছে সেখানেই অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে। রাজ্য জুড়🍎ে এই অবস্থা। এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘আগে এইসব পার্টি অফিসগুলি ভাঙুন।’ তাঁর অভিযোগ, সরকারি জায়গা, রাস্তার ফুটপাথ, সেচ দফতরের জায়গ♚া, রেলের জায়গা দখল করে রাতারাতি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে উঠেছে। তাঁর আরও অভিযোগ, এই অফিসে পার্টির কাজ কিছুই হয় না। এখানে শুধু তোলাবাজি হয়। পার্টির নেতারা সেখানে বসে তোলাবাজি করেন।