অমিত শাহের বেঁধে রেখে যাওয়া সুরেই রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন হলদিয়ায় এক দলীয় জনসভায় মুখ্যমন্ত্রীকে ‘শাড়ি পরা হিটলার’♏ বলে কটাক্ষ করেন তিনি। সঙ্গে দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনে জিতবেই বিজেপি।
এদিন সভার শুরু থেকেই দিলীপের সুর ছিল চড়া। একের পর এক ইস্যুতে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেন তিনি। আক্রমণ শানান রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।♒ দিলীপ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত নির্বাচꦺনে পুলিশ দিয়ে গোলমাল করে মনোনয়ন জমা দিতে দেয়নি। যেখানে মনোনয়ন জমা দেওয়া গিয়েছে সেখানে ভোট দিতে দেয়নি। তার পরেও গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে ছাপ্পা মেরেছে তৃণমূল। সেই ছবি আপনারা টিভিতে দেখেছেন।’
এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানান দিলীপ ঘোষ। বলেন𒆙, ‘ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। শাড়ি পরা হিটলাℱর। তবে বিজেপিকে এভাবে রোখা যাবে না।’
এদিন দিলীপবাবু ফের একবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলℱে হুঁশিয়ারি দেন। বলেন, যে সব পুলিশ আধিকারিকরা নিরপেক𒐪্ষ হয়ে কাজ করছেন না। বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।