বড়দিনকে কেন্দ্র করে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় হয়েছে পর্যটকদের। সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকে পুলিশ। কিন্তু, সেই পুলিশই মদ্যপ অবস্থায় কার্যত দুষ্কৃতীদের মতো তাণ্ডব চালালো। পর্যটকদের গাড়ির চালককে মারধর করার পাশಌাপাশি রিসর্টের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে মদ্যপ পুলিশকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলিতে। এই ঘটনার জেরে কার্যত আতঙ্কে রয়েছেন পর্যটকরা।
আরও পড়ুন: মদ্যপায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা 🔥নেবে লালবাজার, দেওয়া হতে পারে ‘ডেস্ক জব’
জানা গিয়েছে, শনিবার রাতে ডুয়ার্সের চালসা ইনডর মোড় এলাকার একটি রিসর্টে পুলিশের পোশাক পরে তিনজন আসেন। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। সেখানে তারা ঘরের বুকিং চান। কিন্তু রিসর্টের তরফে জানিয়ে দেওয়া হয় কোনও ঘর খালি নেই। এই নিয়ে রিসর্ট কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে এবং তার জেরে পুলিশের পোশাক পরা ওই তিনজন রিসর্ট কর্মীদের মারধর করেন। এমনকী পর্যটকদের গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। এদিন চিৎকার, চেঁচামেচি শুনে রিসর্টে থাকা পর্যটকরা ঘর থেকে বেরিয়ে এসে এই দৃশ্য দেখে কার্যত আত🀅ঙ্কিত হয়ে ওঠেন। অনেকেই এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন। পরে রিসর্ট কর্মীরা মেটেলি থানায় খবর দেন। খবর পেয়ে মেটেলি থানার অন্যান্য পুলিশ কর্মীরা সেখানে যান। তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা তিনজনের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ।