এককথায় অভিনব উদ্যোগ। দুয়ারে সরকারের আদলে মালদার ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে পুরসভা চালুর চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যেই এনিয়ে প্রাথমিক কথাবার্তা অনেকটাই এগিয়েছে। পুরসভার নয়া চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এনিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। মূলত পুরসভাতে এসে সাধারণ মানুষকে যাতে হয়রানির মধ্যে পড়তে না হয় সেকারণে পুরসভাকেই বাসিন্দাদের দুয়ারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তিনি। কৃষ্ণেন্দু চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্প গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই দুয়ারে পুরসভা চালুর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।ঠিক কী হবে এই কর্মসূচির মাধ্যমে? পুরসভা সূত্রে খবর, এই কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট সময়ে শিবির করা হবে। সেখানে ট্যাক্স নেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া জলের সমস্যা, রাস্তার সমস্যা, নিকাশির সমস্যা সহ নানা বিষয় নিয়ে এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে। মূলত ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে পুরসভার সম্পর্ক আরও নিবিড় করার চেষ্টা করা হবে। এমনকী পুরসভার চেয়ারম্যান নিজে বিভিন্ন শিবিরে থাকবেন বলেও জানিয়েছেন। স্থানীয় কাউন্সিলরদেরও এই শিবিরে থাকার ব্যাপারে অনুরোধ করা হবে। তবে এনিয়ে মিটিং করে সামগ্রিক ব্যবস্থাপনা স্থির করা হবে।