কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের টুইন টাওয়ার। মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। গত কয়েকদিন ধরেই এই টুইন টাওয়ারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছিল। আর নবমীর রাতে সেই টুইন টাওরারে সামনে হাজার হাজার মানুষের ভিড়। বাসিন্൩দারা বলছেন, কলকাতার যে কোনও বিগ বাজেটের মণ্ডপকে টেক্কা দেবে কল্যাণীর এই ভিড়। এমনকী কলকাতা থেকেও অনেকেই এবার টুইন টাওয়ার দেখতে কল্যাণীমুখী হয়েছেন।
অষ্টমীর মাঝরাতেও দেখা গিয়েছিল টুইন টাওয়ারের চারদিকে থিকথিক করছে কালো মাথার ভিড়। আর নবমীর রাতে দেখা গেল সেই জোড়া টাওয়ারের সামনে একেবারে জনপ্লাবন। এই মণ্ডপের উচ্চতা প্রায় ১৫০ ফুট বলে দাবি করা হচ্ছে। চারদিকে নানা রঙের আলোর বিচ্ছুরণ। জোড়া টাওয়ারে𒁏র চারদিক থেকে বের হচ্ছে নানা রঙের আলো। 🐎আর সেই আলোর ঝরণাধারায় ভেসে যাচ্ছে গোটা এলাকা।
দূর দূরান্ত থেকে আসা মানুষ ভিড়় জমাচ্ছেন সেই টুইন টাওয়ার দেখতে। মালয়েশিয়াতে গিয়ে আসল টুইন টাওয়ার দেখার মতো পরিস্থিতি যাদের নেই, তাঁদের কাছে কল্যাণীর এই টুইন টাওয়ার যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর শামিল। সেই টুইন টাওয়ারের ꦡছবি মোবাইল বন্দি করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বাসিন্দারা।
টাওয়ারের মধ্যে কাঁচের অপূর্ব কাজ। সেই কাঁচে আলো পড়ে আরও ঝলমল করছে রাতের অন্ধকারে। একেবার🎃ে মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এই টুইন টাওয়ারকে ঘিরে। স্থানীয় সূত্রে খবর, পুজোর মধ্যে এই টাওয়ারে বিদ্যুতের কিছু সমস্যা হয়েছিল। তবে নবমীতে ফের চেনা ছন্দে এই পুজো।