জেলের বাইরে অনুব্রত মণ্ডলের নিরাপত্তার❀ দায়িত্ব নিতে পারবে না তারা। আসানসোল জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এর ফলে অনুব্রতকে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় দিল্লি নিয়ে যেতে আদালতে আবেদন করতে হবে ইডিকে।
শনিবার হাইকোর্টে অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ হতেই সেকথা চিঠি দিয়ে আসানসোল জেলকে জানায় ইডি। সঙ্গে জানায় অনুব্রতকে জেল থেকে বার করে কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে চায় তারা। এর পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনা🅺রেটকে চিঠি দিয়ে অনুব্রতর নিরাপত্তায় বাহিনী চায় জেল কর্তৃপক্ষ। সেই চিঠির জবাবে রবিবার কমিশনারেটের তরফে জানানো হয়েছে, অনুব্রতর নিরাপত্তায় বাহিনী দিতে পারবে না তারা।
বিধি অনুসারে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা না করলে তদন্তকারী সংস্থা অভিযুক্তের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। কিন্তু সেজন্য আদালতের অনুমতি প্রয়োজন হয়। অনুব্রতকে কেন্দ্রীয় নিরাপত্তায় জেল থেকে বার করতে আদালতে আবেদন করার আগে ইডির আধিকারিকরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন বল🌳ে সূত্রের খবর। সম্ভবত সোমবারই এব্যাপারে আদালতে আবেদন করতে চলেছে তারা।
শনিবার অনুব্রতর আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। নির্দেশে তিনি বলেছেন, অনুব্🌌রতর শারীরিক পরীক্ষা করাতে হবে। চিকিৎসকরা সুস্থ বললে তবেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ED. অনুব্রতকে বিমানে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।