দিল্লি যাত্রা রুখতে অনুব্রতর আবেদন খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। আর তার পর থেকেই জোরদার হচ্ছে অনুব্রতর উচ্চ আদালতে আবেদনের সম্ভাবনা। আর রাজ্য পুলিশের প্রতিক্রিয়াও নির্দেশ করছে সেদিকেই। যার ফলে আরও কয়েকদিন অনুব্রতর দিল্লিযাত♑্রা 🅠নিয়ে যাত্রা চলতে পারে মনে করছেন অনেকে।
অনুব্রতকে দিল্লি নিয়ে🔯 যেতে আসানসোল আদালতের অনুমতির ওপর কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ের কপি ইতিমধ্যে আসানসোল জেলে পাঠিয়ে দিয়েছে ইডি। আদালতে ইডি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার পরিচালিত কোনও হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা হবে। চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। ওদিকে আদালত তার নির্দেশে জানিয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে হবে বিমানে।
শনিবার কলকাতা হাইকোর্টের রায়ের কপি আসানসোল সংশোধনাগারে পৌঁছতেই জেল কর্তৃপক্ষের তরফে অনুব্রতর নিরাপত🐻্তায় বাড়তি বাহিনী চাওয়া হয়।𝐆 অনুব্রতকে জেল থেকে বার করে হাসপাতাল, বিমানবন্দর প্রভৃতি জায়গায় নিয়ে যেতে বাড়তি নিরাপত্তার প্রয়োজন। কিন্তু রবিবার বেলা ১১টা পর্যন্ত জেল কর্তৃপক্ষের আবেদনে কোনও সাড়া দেয়নি রাজ্য পুলিশ। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি উচ্চ আদালতে যেতে চলেছেন অনুব্রত, এমন খবর পুলিশের কাছে থাকাতেই কি তারা এখনই অনুব্রতকে জেল থেকে বার করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে তৎপর হচ্ছে না?
অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনে বৃহস্পতিবার ছাড়পত্র দেয় আসানসোল আদালত। সেই ছাড়পত্রকে চ্যালেঞ্জ করে শুক্রবার একযোগে কলকাতা হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। শুক্রবারই দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় এব্যাপারে কলকাতা হাইকোর্টের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্ত নেবে না তারা। সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী শুনানি স্থগিত করেন। কিন্তু নিম্ন আদালতের নির্দেশিকায় কোনও স্থগিতাদেশ দেননি। তিনি জানান, শনিবার সকাল ১১টায় বিশেষ আদালতে 𓂃মামলাটির শুনানি হবে।
শনিবা𝓀র আদালতে ছুটির দিনে অনুব্রতর মামলা শুনতে হাইকোর্টে হাজির হতে হয় বিচারপতি চৌধুরীকে। বিশেষ বেঞ্চে শু🧸রু হয় মামলার শুনানি। শুনানি শেষে সন্ধ্যায় রায়দান করে বিচারপতি জানান, অনুব্রতর আবেদন খারিজ করা হয়েছে। সঙ্গে একই মামলা ২টি ভিন্ন আদালতে করায় অনুব্রতকে ১ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি বিবেক বসু। আদালতের এই নির্দেশের পরে অনুব্রতর দিল্লি যাত্রা অবধারিত বলে মনে করা হচ্ছে।