সাতসকালে বাড়িতে হাজি🌄র গজরাজ! আর তা দেখে বাড়ির সদস্য থেকে প্রতিবেশীদের আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকায় প্রাতঃভ্রমণ করতে চলে এল নিঃসঙ্গ, একাকী এক গজরাজ। জঙ্গল থেকে বেরিয়ে শালবাড়ি এলাকায় একটি বাড়িতে সে ঢুকে পড়ে।꧒ লোকালয়ে এভাবে গজরাজকে দেখে তীব্র আতঙ্ক তৈরি হয়।
ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে? স্থা𝓀নীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৫টা। গজরাজের এই রাজকীয় চাল অনেকে ঘুমন্ত চোখে প্রত্যক্ষ করে। এলাকার সারমেয়দের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। গজরাজকে তখন অনেকেই ক্যামেরাবন্দি করে নেয়। গজরাজকে কেউ বিরক্ত বা উত্যক্ত করে🌄নি। স্বাভাবিকভাবেই গজরাজও কারও কোনও ক্ষতি না করে জঙ্গলে ফিরে যায়৷
কেমন আচরণ ছিল গজরাজের? জানা গিয়েছে, শালবাড়ির কাজিমান প্রধান রোডে হাতি হেলেদুলে ঢু𝓰কে পꦑড়ে। রাস্তা দিয়ে দুলকি চালে হেঁটে বিট্টু দাজু নামে একজনের বাড়ির লোহার গেট ভেঙে সটান বাড়ির উঠোনে হাজির হয়। তখন আতঙ্কে কাঁপছেন সকল𒁏ে। যদিও বাড়ির গেট ভাঙা ছাড়া হাতিটি তেমন কোনও ক্ষতি করেনি। সামান্য কিছু খাবার খেয়ে আবার আপন মনে লেজ নেড়ে চলে যায়।
কী বলছেন বাড়ির মালিক? এই ঘটনার পর বাড়ির কর্তা বিট্টু দাজু বলেন, ‘গতবছরও হাতি লোকালয়ে ঢুকেছিল। পরে আবার জঙ্গলে ফিরে যায়। এবারও একই ঘটনা ঘটল। এক🐠েবারে বাড়ির গেট ভেঙে সটান উঠোনে ঢুকে পড়ায় আতঙ্ক বেড়েছিল ঠিকই। তবে বাড়ির গেটটি ভাঙা ছাড়া হাতি আর কোনও ক্ষতি করেনি। এখানে কিছু খাবার খেয়ে হেলতে দুলতে আবার যে পথে এসেছিল সেই পথে🐓ই ফের জঙ্গলে চলে যায়।’