হাইকো🐭র্টের নির্দেশ ছিল সন্দেশখালি যেতে পারবে দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার ফাইন্ডিং কমিটি। তা সত্ত্বেও কমিটির সদস্যদের সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে কমিটির সদস্যদের তীব্র বচসা বাঁধে। শেষ পর্যন্ত তাদের সন্দেশখালি যেতে দেয় পুলিশ। সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগ শোনেন কমিটির সদস্ꦜযরা।
আরও পড়ুন: শাহজাহানকে 𓆉ধ꧒রেছে পুলিশ, এবার ভবানী ভবনে ডাক পড়ল ইডি কর্তার
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা গ্রামের ২০ জন মহিলার সঙ্গে কথা বলেন। কীভাবে মহিলাদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং কীভাবে তারা আতঙ্কে রয༺়েছেন সে বিষয়ে নিজেদের বক্তব্য জানান ওই মহিলারা। সেক্ষেত্রে অধিকাংশ মহিলা ফ্যাট ফাইন্ডিং কমিটির সদস্যদের কাছে শিবু হাজরা নামে অভিযোগ করেছেন। এক মহিলা অভিযোগ করেছেন, তৃণমূল নেতাকে বিনোদন যোগানোর জন্য রাতভর দলীয় কার্যালয়ে থাকতে হত। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের বক্তব্য, এই মহিলার উপর যে অত্যাচার হয়েছে তা তার শরীরে আঘাত দেখলেই বোঝা যায়। তবে ভয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করতে পারেননি। উল্লেখ্য, ৬ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি, জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম রেজিস্ট্রার রাজপাল সিং, ওপি ব্যাস, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কম🃏িশনের কনসালট্যান্ট ভাবনা বাজাজ এবং প্রবীণ সাংবাদিক সঞ্জীব নায়ক। সদস্যরা এদিন সন্দেশখালির মাঝেরপাড়া, নতুনপাড়া ও নস্করপাড়ার রাসমন্দিরে যান।