চলতি বছরের ১৬ জানুয়ারি থেকেই স্বাস্থ্য কর্মীদের ♔করোনার টিকা দানের প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল।কিন্তু রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছে, চিকিৎসক, নার্স ও চিকিৎসা ♒পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্য কর্মীদের পরিবারের সদস্যদেরও করোনার টিকা দেবে রাজ্য সরকার।একইসঙ্গে পল্লি চিকিৎসকদেরও অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে।
দীর্ঘদিন ধ✅রেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরস ফোরামের মতো সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক, স൩্বাস্থ্যকর্মীদের সদস্যদের টিকাদানের বিষয়ে আবেদন জানানো হয়েছিল। এবার রাজ্য সরকারের তরফে এই বিষয়ে সম্মতি জানানো হয়েছে।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক চিকিৎসক শান্তনু সেন জানান, 'মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব,স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে আগে বারবার অনুরোধ করেছিলাম।শেষ পর্যন্ত বিষয়টিতে শিলমোহর পড়ল।'
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই জানান, অধিকাংশ স্বাস্থ্য কর্মীদেরই এখন টিকে নেওয়া হয়ে গিয়েছে।তারা যখন হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা কেন্দ্র থেকে বাড়💫িতে আসছেন, তখন তাঁদের পোশাকের সঙ্গে ভাইরাস বাড়িতে চলে আসতে পারে।ফলে পরিবারের সদস্যরাও আক্রান্ত হতে পারেন।ফলে এই সব স্বাস্থ্য কর্মীদের পরিবারের সদস্যদেরও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা আছে।
উল্লেখ্য, রাজ্যে ক্রমশই 💛কমছে করোনা সংক্রমণের হার।কলকাতায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৫৪৭–এ।পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও হাজারের নীচে সংক্রমণ নেমে এসেছে।ফের স্বাভা🔯বিক ছন্দে ফিরতে চলেছে রাজ্য।