সাত সকালে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। জমিতে জল সেচের জন্য পাম্পের মেশিন নিয়ে যাচ্ছিলেন এক💝 কৃষক। সেই সময় তাকে পিষে দিল একটি ট্রাক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার জীবনপুর বাজার এলাকার। মৃত কৃষকের নাম মহম্মদ আবদুল (৭০)। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বছর বৃষ্টির অভাবের ফলে🅰 পাম্পের মাধ্যমে জল সেচ করে চাষবাস করছেন এলাকার♏ চাষীরা। সেই কারণে সাইকেলে করে আজ সকালে ছোট স্যালো মেশিন নিয়ে জমিতে জল সেচ করতে যাচ্ছিলেন ওই কৃষক। সেই সময় দশ চাকার একটি ট্রাক উল্টো দিক থেকে এসে তাকে ধাক্কা মারে। এই ঘটনায় সাইকে♍ল থেকে অনেকটাই দূরে ছিটকে পড়েন ওই কৃষক। ট্রাকের ধাক্কায় সাইকেলꦅটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় ওই কৃষককে পড়ে থাকে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।