চꦛাষের জমিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল বাবার উপর। সেই অবস্থায় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুৎপৃষ্ট হলেন। ঘটনায় মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুর এলাকায়। মৃত বাবার নাম দুলাল কর (৫০) এবং ছেলের নাম বিষ্ণুপদ কর (৩০)। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই কৃষকের পরিবারে।
নৈহ🃏াটিতে বড়মা বিসর্জনে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হ♌য়ে মৃত ১, পথ অবরোধ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে দুজনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, মাঠে কাজে গিয়েছিলেন দুলাল। দীর্ঘক্ষণ তিনি ঘরে না ফেরায় তার ছেলে বিষ্ণুপদ তাকে মাঠে ডাকতে যান। তখনই তিনি দেখেন বিদ্যুতের ত꧅ার ছিঁড়ে পড়ে আছে তার বাবার ওপর। অনেক ডাকাডাকি করে করো সারা শব্দ না পাওয়ায় তড়িঘড়ি বাবার উপর থেকে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিষ্ণুপদও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের সেখানে দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
উল্লেখ্য, তিন দিন আগেই মেদিনীপুরের সদর ব্লকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক 𒊎দম্পতির। এছাড়াও, গতকাল নৈহাটিতে বড়ꦕমা ঠাকুরের বিসর্জনের সময় বিদ্যুতের তার ছিঁড়ে জয়দেব মণ্ডল নামে এক রিকশা চালকের মৃত্যু হয়। বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তার ছিড়ে পরে তিন ব্যক্তির ওপর। যার মধ্যে জয়দেবের মৃত্যু হয়।