গাড়ি দুর্ঘটনায় কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর ত🔜িস্তা বিশ্বাসের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছিল বিজেপি। এবার এই ঘটনার তদন্তে নামল ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হল নমুনা। নমুনা সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় কিছু ছবিও তোলা হয়।
রবিবার তমলুকে যায় তিন সদস্যের প্রতিনিধি দল। প্রথমে তমলুক থানায় 𝔍রাখা তিস্তার গাড়ি পরীক্ষা করা হয়। এরপর নিমতৌড়িতে ঘাত🔯ক গাড়িটিকেও পরীক্ষা করা হয়। দুর্ঘটনাস্থলটি খতিয়ে দেখেন প্রতিনিধি দল। প্রতিটি জায়গা থেকেই নমুনা সংগ্রহ করা হয়। ঘাতক ট্রাকটি ছাড়াও অন্য গাড়িরও নমুনা সংগ্রহ করা হয়। তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ফরেনসিক দলের প্রতিনিধিরা।
ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনাটি দুর্ঘটনা বলে ব্যাখ্যা করলেও ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েকও তদন্তের দাবি তোলেন। গোটা ঘটনাটি তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, তিস্তার স্বামী গৌরব বিশ্বাস গাড়ি চালাচ্ছিলেন। তাঁর এয়ারব্যাগ থাকায় তিনি রক্ষা পে𓆏য়ে যান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নিমতৌড়িতে ভয়াবহ গ🔯াড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজেপি কাউন্সিলারের𝔉।